• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ড্যাফোডিলের শিক্ষার্থীকে হত্যা, শাস্তির দাবিতে সড়ক অবরোধ

৬ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৫১

ড্যাফোডিলের শিক্ষার্থীকে হত্যা, শাস্তির দাবিতে সড়ক অবরোধ

আশুলিয়া প্রতিনিধি: সাভারের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

৫ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার খাগান-ড্যাফোডিল ইউনিভার্সিটি আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয় ।

শিক্ষার্থীরা জানায়, গত ২৭ অক্টোবর আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক মারধর করে খাগান এলাকায় ফেলে রেখে চলে যায়। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায়। এরপর পরিবারের তত্ত্বাবধানে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর মারা যায় অন্তর। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার আসামি রাহাতকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে গড়িমসি করেছেন। আমাদের প্রধান দাবি বাকি আসামিদের গ্রেফতার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমরা তাই আসামির গ্রেফতার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

এ ব্যাপারে ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি ড. লুৎফর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সে আমাদের পরিবারেরই সদস্য। আমরা অত্যন্ত মর্মাহত। এ ব্যাপারে শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তাদের দাবি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আয়ত্তের মধ্যে সব দাবি আমরা মেনে নিয়েছি।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শিক্ষার্থীরা একটি সড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০