বরিশাল ব্যুরো: ঢাকা থেকে ছেড়ে আসা বাস থেকে ইয়াবাসহ সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ৬ নভেম্বর সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে তল্লাশি চৌকিতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল জেলা পুলিশের কনস্টেবল পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল মো. আসাদুজ্জামান (৪০) ও সহযোগী মো. মাসুম আকন (৩৯)।
আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভাটিভাঙ্গা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে ও মাসুম ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান আকনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। সকাল ১০টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসে অভিযান চালান তারা। ওই বাস থেকে পুলিশের মাস্ক পরিহিত একজনসহ দুই জনকে আটক করা হয়। পরে তল্লাশি করে একজনের কাছ থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই ইশতিয়াক আহমেদ বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছিলেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজড রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available