তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় হত্যা ও চোরাচালান বন্ধে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার দুপুরে বাংলাবান্ধা বিওপি ক্যাম্প অধিনস্থ বাংলাবান্ধা ইউপি কার্যালয়ে বিজিবির আয়োজনে চেয়ারম্যান কুদরত ই খুদা মিলনের সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার, আইসিপি কমান্ডার, গোয়ালগজ বিওপি কমান্ডার ও ইউপি সদস্যসহ সীমান্তবর্তী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, সম্প্রতি সীমান্তে চোরাচালন ও সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় সীমান্ত হত্যা বন্ধে ইউনিয়ন পরিষদে বিজিবির আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এ এলাকার জনসাধারণদের নিয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available