তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৮ ব্যাটালিয়নের বিজিবির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৮ বিজিবির সহকারী পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় সভায় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.যুবায়েদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এ সময় সীমান্তে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লে.কর্নেল মো. যুবায়েদ হাসান বলেন, তেঁতুলিয়া উপজেলা দেশের একটি গুরুত্বপূর্ণ এলাকা। টেকনাফ থেকে তেঁতুলিয়া এ হিসেবে সবাই চিনে এ এলাকাটিকে। এটি সীমান্তবর্তী উপজেলা। এখানে সীমান্ত এলাকায় কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলে সে ঘটনার খবরটি অতিদ্রুত সারাদেশের মানুষ ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনে যায়। যারা দেশের বাইরে থাকেন তারাও তা জানেন।
তাই আমাদের বিজিবির অন্যতম দায়িত্ব সীমান্ত রক্ষা করা, চোরাচালান বন্ধ করা ও বিশেষত সীমান্তের ৫ মাইল তথা ৮ কিলোমিটারের মধ্যে যেকোনো আইনশৃঙ্খলার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে কীনা তা দেখভাল করা। প্রয়োজনে বলপ্রয়োগ করা। সরকারের বিশেষ কিছু আইন রয়েছে এসব আইনের মাধ্যমে আমাদেরকে বলপ্রয়োগের নির্দেশ দেয়া আছে। তারপরেও দেশের নাগরিক হিসেবে সবারই কর্তব্য রয়েছে। সীমান্তে যেসব অপরাধ ঘটে তার জন্য কিন্তু আমাদের ও ওপারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে জবাবদিহি করতে হয়। এ জন্য যারা সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতে গিয়ে গরু চোরাকারবারের সাথে জড়িত রয়েছে, যারা মাদকের সাথে জড়িত রয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছে । সীমান্তে এসব অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে যাবে। প্রয়োজনে বলপ্রয়োগ করবে।
মহানন্দার পাথর উত্তোলন সম্পর্কে তিনি বলেন, সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনের কোনো অনুমতি নেই। তারপরেও মানবিক কারণে যারা পাথর তুলছেন এটা সাময়িক। মূলত পাথর তোলার কোনো রাষ্ট্রীয়ভাবে অনুমোদন নেই।
তিনি বলেন, সীমান্তে যারা চোরারকারবারি, মাদক কারবারি রয়েছে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের নাম ও পরিচয় দিয়ে সহযোগিতা করতে হবে। তাদের এই চোরাচালানের কাজকে অসম্ভব বা কঠিন করে তুলতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available