মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশে বিএনপির ডাকা তৃতীয়বারের অবরোধের প্রথম দিনে মানিকগঞ্জে অবরোধ চলছে ঢিলেঢালাভাবে, সড়কে বেড়েছে বাস-অটোরিকশা-লেগুনার সংখ্যা।
৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মানিকগঞ্জের কোথাও কোনো পিকেটিং, বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মহাসড়কের কোথাও বিএনপির কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।
সকাল ৬টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দূরপাল্লার যানবাহনে যাত্রীসংখ্যা কম থাকলেও যানবাহন চলতে দেখা গেছে। সকাল থেকে সময় যত যাচ্ছে রাস্তায় গণপরিবহন বেড়েছে। ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও বেড়েছে বাস ও সিএনজি চালিত অটোরিকশার চলাচল।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়ান টিভিকে জানান, এ পর্যন্ত জেলার কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। পুলিশের টহল টিম কাজ করে যাচ্ছে। জেলায় মহাসড়কের প্রতিটি পয়েন্টে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় আছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available