রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ৫২০ জন কৃষকের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি ২০২৩-২৪ মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ, খেসারি উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এই উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ নভেম্বর মঙ্গলবার সকালে এসব কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available