বগুড়া প্রতিনিধি: বগুরায় চলন্ত সিএনজি থামিয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার সময় বগুরা শহরের ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, তিনমাথা থেকে মাটিডালী দিকে ফাঁকা সিএনজি নিয়ে কাজে যাচ্ছিলাম। এসময় ঝোপগাড়ী এলাকার পৌঁছাতেই ১০-১৫ জন ব্যক্তি আমার সিএনজি থামায়। এরপর তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। পরে সিএনজিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। ককটেলের স্প্রীন্টারের আঘাতে আমি আহত হই। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, সিএনজিতে অবরোধকারীরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available