• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬:২৮

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা দোগাছী ইউনিয়নের খয়েরসূতি গ্রামে পূর্ব শত্রুতার জেরে  ইউছুফ আলী (৫৮) নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৭ নভেম্বর মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে রাশেদ ও তার অনুসারীরে এ হামলা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

ইউছুব আলী জানান মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে রাশেদের নেতৃত্বে ২৫-৩০ জন রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড ও জিআই পাইপ নিয়ে ইউছুব আলীর ছেলে মাহমুদুল হাসান লিটনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের জানালা ও আসবাবপত্র ভাংচুর, আলমারির ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত রাশেদ বলেন, লিটনদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। লিটন ও আমার ছোট ভাইয়ের মতো, একটু কথা কাটাকাটি হয়েছে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ ধরণের কোন ঘটনা ঘটেনি। উল্টো লিটন আমাকে মারার জন্য শাকিল নামের এক ছেলেকে রাস্তায় দাড় করিয়ে রেখেছিলো। এ ঘটনায় মাহমুদুল হাসান লিটনের বাবা ইউছুব আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে ২ পক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫