• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:০৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:০৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬:২৮

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাংচুর-লুটপাট

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলা দোগাছী ইউনিয়নের খয়েরসূতি গ্রামে পূর্ব শত্রুতার জেরে  ইউছুফ আলী (৫৮) নামের এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৭ নভেম্বর মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে রাশেদ ও তার অনুসারীরে এ হামলা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

ইউছুব আলী জানান মঙ্গলবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে রাশেদের নেতৃত্বে ২৫-৩০ জন রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড ও জিআই পাইপ নিয়ে ইউছুব আলীর ছেলে মাহমুদুল হাসান লিটনকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে ঘরের জানালা ও আসবাবপত্র ভাংচুর, আলমারির ড্রয়ারে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ১৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত রাশেদ বলেন, লিটনদের সাথে আমাদের ভালো সম্পর্ক, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। লিটন ও আমার ছোট ভাইয়ের মতো, একটু কথা কাটাকাটি হয়েছে। টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ ধরণের কোন ঘটনা ঘটেনি। উল্টো লিটন আমাকে মারার জন্য শাকিল নামের এক ছেলেকে রাস্তায় দাড় করিয়ে রেখেছিলো। এ ঘটনায় মাহমুদুল হাসান লিটনের বাবা ইউছুব আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে ২ পক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১