• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু

৮ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৮:৪৪

মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রাকের ধাক্কায় মনিন্দ্র কপালি (৬২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

৮ নভেম্বর বুধবার সকাল আটটার সময় উপজেলার কাকড়াবনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিংবাড়ি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

নিহত মনিন্দ্র কপালি কাকড়াবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। আহতরা হলেন, কাকড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া (৫৮) ও ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে তারা কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিংবাড়ি বাজারে শতবর্ষী বটগাছের সামনে দাঁড়িয়ে কথা বলছিলো। এ সময় বরগুনা অভিমুখী একটি ট্রাক (যশোর ট-১১-৪৫০৮) নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের উপর আছড়ে পড়ে। এতে সেলিম মিয়া, মনিন্দ্র কপালি ও নুরুজ্জামান গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় মনিন্দ্র কপালি মারা যান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ