সিলেট প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকে তৃতীয় দফার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে সিলেটে ৮ নভেম্বর বুধবার সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ ডেকে মাঠে নেই বিএনপি-জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিলেটে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সকাল থেকে যানবাহন চলছে। দিনের শুরুতে সড়ক কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, নগরের বিভিন্ন সড়কে সকাল থেকে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। অফিসগামী লোকজনকে গণপরিবহনে ও ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে। তবে অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত যানবাহন বন্ধ রেখেছে। এরপরেও শিক্ষার্থীরা অবরোধ ডিঙিয়ে নির্ধারিত যানবাহন ছাড়াও গণপরিবহনে স্কুল কলেজে যেতে দেখা গেছে।
এদিকে অবরোধের সমর্থনে ভোরে দক্ষিণসুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্বল্প সময়ের জন্য বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্রদল। এছাড়া দু’এক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
অবরোধকারীদের দমাতে ও যেকোনো ধরনের তৎপরতা ঠেকাতে ভোর থেকে সিলেট-ঢাকা মহাসড়কে এবং নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কোথাও কোনো ধরনের তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available