গাজীপুর প্রতিনিধি: বিএনপির হরতাল অবরোধে সাড়া দেয়নি জনগন, কিন্তু সাধারন মানুষ একটু ভয়ভীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তায় বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি রাজপথে না থেকে হঠাৎ ধুমকেতুর মতো এসে ভাংচুর করে সেজন্য মানুষ একটু ভয়ভীতি ও আতংকের মধ্যে আছে। শান্তি সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, বাসন থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ বারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্ববৃন্দ।
পরে চান্দনা চৌরাস্তা থেকে বিএনপির অবরোধের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিঠিলটি ঢাকা টাংগাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পরিবহন শ্রমিক ইউনিয়নের সামনে এসে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available