মেহেরপুর প্রতিনিধি: ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। পুরোপুরি না হলেও পাওয়া যাচ্ছে শীতের শুষ্ক আমেজ। আর শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহেরপুরের লেপ-তোষক তৈরির কারিগররা। শীত মৌসুমের কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষককের দোকানগুলো। গতবছরের তুলনায় এ বছরে লেপ তোষক তৈরী পণ্যের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তুলার মূল্য বৃদ্ধির কারনে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও পারিশ্রমিক বৃদ্ধি পায়নি কারিগরদের।
গাঙ্গে উপজেলার গাংনী বাজারের কারিগর ফয়সাল বলেন, গতবছরের তুলনায় লেপ-তোষকের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে তেমনি আমাদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। দিনে ৪ থেকে ৫ টা লেপ বা তোষক বানিয়ে তারা ১৩০০ থেকে ১৭০০ টাকা আয় করেন।
বছরের প্রায় ৭-৮ মাস লেপ-তোষকের বেশি চাহিদা না থাকলেও অনেকেই ভিন্ন পেশায় নিয়োজিত হয়। শীতের আগমনী বার্তায় প্রতিদিনই লেপ-তোষক তৈরির অর্ডার বেড়ে চলছে বলে জানান তারা।
মেহেরপুর সদর উপজেলা ও গাংনী উপজেলার বেশ কয়েকটি লেপ-তোষক তৈরির দোকান ঘুরে জানা যায়, বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে ১ হাজার থেকে ১৫০০ টাকা এবং তোষক ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।
গাংনী শহরে লেপ-তোষকের দোকান মনিরুল ইসলাম বেডিংয়ের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ক্রেতারা শীতের কথা মনে রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে আমার কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন। একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে ২-৩ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে ৪ থেকে ৫ টি লেপ তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা আরও জমবে বলে আশা করছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available