খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
কলেজ অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদান অনেক। প্রাথমিক বিদ্যালয়- হাইস্কুল জাতীয়করণ, এমপিওভূক্তি, কলেজ-মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি এখন আলোকিত এক জনপদে পরিণত হয়েছে। সরকারের এই অবদানকে মনে রেখে সামর্থ্যবান নাগরিকদেরকেও শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় অন্যোন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, প্রবীন শিক্ষাবিদ নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, শিক্ষাবিদ রঞ্জন কুমার চাকমা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতার আলী, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, চেয়ারম্যান লাকী আক্তার, দীঘিনালা সরকারি কলেজের সহকারি অধ্যাপক সাংবাদিক দীলিপ চৌধুরীসহ অভিভাবকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available