টাঙ্গাইল প্রতিনিধি: পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করায় বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১৬৬ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available