চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের দামপাড়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের আয়োজনে কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।
১০ নভেম্বর শুক্রবার নগরের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দানোত্তম শুভ কঠিন চীবর দান ২০২৩ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় সকাল ৯.১৫ মিনিটে ভিক্ষু সংঘের পিন্ডাচরণ এবং পরপারগত ভিক্ষু সংঘ ও জাতিগণের নির্বাণ কামনায় সংঘদান ও অষ্টপরিস্কার দান করা হয়। এতে সভাপতিত্ব করেন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কেমিন্ডা মহাস্থবীর।
দুপুর ১.৪৫ মিনিটে শুরু হয় শুভ কঠিন চীবর দান ও মহতি ধর্মসভা। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও মায়ানী সুদর্শন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শনাচার্য আসিন জিনরক্ষিত মহাথের। একক সদ্ধর্মদেশনা করেন বিদর্শনার্য পঞঞা দীপ মহাথের। সদ্ধর্মদেশনা করেন তদন্ত বধি মিত্র মাহাথের। পঞ্চশীল প্রার্থনা করেন সুনীল বড়ুয়া।
এই অনুষ্ঠানে ১০ জনকে সমাজ সেবক ও উপাসককে সম্মাননা প্রদান ও কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
সঞ্জয় বড়ুয়া, লুসি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন চীবর দান উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী অসিম বড়ুয়া, অর্থ সম্পাদক প্রলেপ বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবুল বড়ুয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available