মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব সফলতায় বিশ্ববাসী অবাক হয়েছে। এই সফলতার পুরস্কার স্বরূপ আজকে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন। এই অর্জন দেশের সুনাম বয়ে এনেছে।
১১ নভেম্বর শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ র্পূব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে অনেক উন্নতি করেছে। করোনার সময় সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশে মৃত্যুহার ছিলো সবচেয়ে কম। আমরা ঘরে ঘরে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। দিল্লিতে স্বাস্থ্য বিভাগের আরও ২টি অর্জন রয়েছে, যা ইতোমধ্যে বিশ্বের আর কোনো দেশ পায়নি।
মন্ত্রী আরও বলেন, বিএনপির সময় বিদ্যুৎ চাইলে গুলি করা হতো। আর শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালাচ্ছে বিএনপি-জামায়াত। তারা আজ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তারা জানে জনগণ তাদের সাথে নাই। তাই নির্বাচনে আসতে ভয় পায়।
জেলা আওয়ামী লীগের আয়োজনে সংর্বধনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতার্কমীরা ও হাজার হাজার জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available