নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ছাত্রীদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা অর্জন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক সংস্থা ‘রুম টু রিড’-এর আয়োজনে উপজেলার সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। কর্মশালায় পেশাগত দক্ষতা উন্নয়নে নিজের অভিজ্ঞতা বিষয়ে বর্ণনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস।
এসময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক সংস্থা রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন, সংস্থার সিনিয়ার প্রোগাম অফিসার বাসন্ত লতা দাস, সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর আলম প্রমুখ।
এতে পাটুল হাফানিয়া স্কুল অ্যান্ড কলেজ ও নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০৫ জন মেয়ে শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, আন্তর্জাতিক সংস্থা রুম টু রিড মেয়ে শিশু শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
তারা বলেন, সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ততা নিশ্চিতকরণ বিষয়ে পরিকল্পনা ও পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়। বেসরকারি নারী কৃষি কর্মকর্তার অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, রুম টু রিড ২০১৪ সাল থেকে নাটোর ও নলডঙ্গা উপজেলায় শিক্ষা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিটি মেয়ে শিশু শিক্ষার্থীরা যাতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আত্মনির্ভরশীল হতে সক্ষম হয়, সেই সহযোগিতা দিয়ে আসছে সংস্থাটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available