• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে অবরোধে পিকেটিংকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

১২ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৫৬:৪৬

সিলেটে অবরোধে পিকেটিংকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

সিলেট প্রতিনিধি: বিএনপি-জামায়াতেরর ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে সকালে সিলেটে সড়কে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিংয়ের সময় মামুনুর রশীদ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। সে সিলেট মহানগর ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা সংযোগ সড়ক এলাকায় সকাল আটটার দিকে সড়কে গাছের গুঁড়ি, বাঁশ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন অবরোধ সমর্থনকারীরা। এ সময় তারা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অবরোধকারী একাধিক নেতা-কর্মীর মাথায় ছিল হেলমেট। অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে তাঁরা সেখান থেকে চলে যান।

১২ নভেম্বর রোববার সকাল সাড়ে আটটার দিকে নগরের জিতু মিয়ার মোড় ও কাজিরবাজার ব্রিজ এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের একদল নেতা-কর্মী। এ সময় তারা ওই এলাকার পিকেটিং করেন। একপর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রশীদকে আটক করে।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ দফায় অবরোধে সিলেট শহরে যানবাহনের চলাচল আগের অবরোধগুলোর তুলনায় বেড়েছে। যদিও সিলেট থেকে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। শহরের ভেতরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত যানবাহন, লেগুনা ও মোটরসাইকেলে মানুষকে চলাচল করতে দেখা গেছে।

এদিকে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসের কাউন্টারগুলো খোলা থাকলেও কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এতে যাত্রীরা টার্মিনাল এলাকায় গিয়ে দূরপাল্লার যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়ছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, সকাল ৯টা পর্যন্ত সিলেট মহানগর এলাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শেখঘাট এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে একজনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তৎপর আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫