লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবির অভিযানে সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার উপজেলার পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে উত্তর দিকে ঠান্ডাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে এ কাঠ জব্দ করা হয়।
জানা যায়, শনিবার পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে উত্তর দিকে ঠান্ডাছড়া নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করছে- এমন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নির্দেশনায় ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি এবং ফরেস্ট অফিসের সমন্বয়ে ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ ঘনফুট সেগুন ও ৬০ ঘনফুট গামারী সর্বমোট ১১০ ঘনফুট কাঠ জব্দ করা হয়, যার বাজার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকার।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো শুভলং ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available