ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা ডুমুরিয়ায় স্বর্ণ, রৌপ্যের অলংকার এবং একটি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের আটজন সদস্যকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
এ সময়ে তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের রুলি (বালা), ৪টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চুড়ি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া রৌপ্যের পায়ের নুপুর, ১ জোড়া রৌপ্যের চুড়ি, ১টি বাজাজ ডিসকাভার ১০০সিসি মোটরসাইকেল ও চুরির ঘটনায় ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় ডুমুরিয়া থানা চত্তরে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
তিনি বলেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জেলায় একাধিকবার অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অজ্ঞান পার্টির আটজন সদস্যকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলো- সাতক্ষীরা সদরের মোঃ আলমগীর হোসেন, পাটকেলঘাটার শেখ পলাশ আহম্মেদ, আশাশুনির সামাদ মিস্ত্রী, তালার জিয়াউর আকুন্জি, খুলনা ডুমুরিয়ার শেখ আরিফুল ইসলাম, যশোর ঝিকরগাছার রমযান আলী, বেনাপোলর শরিফুল ইসলাম ও বাবুল হোসেন।
সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের থানা এলাকায় চেতনানাশক ঔষধ প্রয়োগ করে এধরনের অপরাধ সংঘটন করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক ১জোড়া স্বর্ণের রুলি (বালা), ৪টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের চুড়ি, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া রৌপ্যের পায়ের নুপুর, ১ জোড়া রৌপ্যের চুড়ি, ১টি বাজাজ ডিসকাভার ১০০সিসি মোটরসাইকেল ও চুরির ঘটনায় ব্যাবহৃত ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের পুলিশ আদালত প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তারা ডুমুরিয়া থানা পুলিশের খাঁচায় আটক রয়েছে বলে জানিয়েছেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া (বিপিএম)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available