• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটিতে সশস্ত্র গ্রুপের কমান্ডার সন্দেহে যুবক আটক

১৩ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৭:২৪

রাঙামাটিতে সশস্ত্র গ্রুপের কমান্ডার সন্দেহে যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় শান্তিময় চাকমা নামে এক যুবককে আটক করা হয়েছে। সে রাঙামাটির বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

আটক ব্যক্তি আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস’র সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, আমরা তাকে রাঙামাটি শহরের কে কে রায় সড়ক এলাকা থেকে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শান্তিময় চাকমা কি কারণে রাঙামাটিতে আসছে এবং কার কার সাথে সে যোগাযোগ করেছে, সে সব বিষয়ে বিশদ খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, আটক ব্যক্তি জেএসএস’র সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করতো। সে প্রায় সময় ভারতে আসা-যাওয়া করতো। জেএসএস’র সক্রিয় গ্রুপে সে শ্যামল চাকমা এবং ভারতে সে আশিষ চাকমা নামে পরিচয় বহণ করতো।

একটি সূত্র জানিয়েছে, তার কাছে প্রাপ্ত একটি ছবি থেকে সে জেএসএস’র সশস্ত্র গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত, এটা নিশ্চিত হওয়া গেছে। ছবিটিতে দেখা গেছে অপর দু’জনের সাথে মধ্যখানে সে বিদেশী ভারী রাইফেল নিয়ে বসে। অপর দু’জনের কাছেও একই ধরনের একে-৪৭ এর মতো অস্ত্র রয়েছে।

সূত্রটি জানিয়েছে, আটক ব্যক্তি ভারতের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং সেখানের নাগরিকত্বও রয়েছে তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫