রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট ও পৌর মেয়র মোঃ আহাসানুল হক চৌধুরী টুটুল।
এসময় প্রধান অতিথি আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আমরা অনেক শান্তিতে আছি। আজকে আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদের উপর অন্যায়ভাবে বোমা মেরে শিশু কিশোরসহ বয়োবৃদ্ধের হত্যা করছে। আমার ইসরায়েলের জালিম সরকারের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, কোরআনের আলোকে মানুষকে সঠিক শিক্ষা দিতে হবে। কখনও আমরা ইসলামের কোন অপব্যখ্যা দিবো না।
তিনি আরও বলেন, সরকার সব সময় ইমাম-মুয়াজ্জিনদের পাশে রয়েছে এবং থাকবে। আগামীতে যাতে মসজিদগুলো রাজস্ব খাতে আসে, সবাই যেন সরকারি বেতনসহ সকল সুযোগ-সুবিধা পায়; সে বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।
এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম পান্না, মাওলানা শফিউর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ।
বদরগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা শফিউর রহমান জানান, দেশের সার্বিক উন্নয়নে ইমাম মুয়াজ্জিনরা কি ধরনের ভূমিকা থাকা দরকার, দেশকে আরও এগিয়ে নিতে মসজিদে মসজিদে মুসুল্লিদের সঠিক তথ্য তুলে ধরা এবং আল্লাহ তার রাসূলের আকিদাকে ধারণ করে সামনে এগিয়ে চলার লক্ষে বদরগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বদরগঞ্জ উপজেলার ৭ শত ৭৪ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের জন্য সরকারী বেতনভুক্ত করার দাবি জানান তারা।
শেষে এমপি ডিউক চৌধুরীর পক্ষ থেকে উপজেলার প্রতিটি মসজিদে দু’টি করে ফলজ বনজ গাছ উপহার দেয়া হয়েছে। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available