• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

দুমকীতে ক্লাস চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

১৪ নভেম্বর ২০২৩ দুপুর ০২:০৩:৪৮

দুমকীতে ক্লাস চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে বিদ্যালয় চলাকালে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আবুল হোসেন খান নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

১৩ নভেম্বর সোমবার সকাল নয়টায় দুমকী দেবীর চর মডেল সরকারি বিদ্যালয় সড়কে দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

পরে দুমকী প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে ঢুকে লাঞ্চিত করা সম্পূর্ণ বেআইনি ও ন্যাক্কারজনক কাজ। তিনি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানা যায়, গত ৭ নভেম্বর বিদ্যালয় চলাকালীন সময়ে ৪৪ নম্বর উত্তর পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল চাঁদ হাওলাদারকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছেন ঐ এলাকার বাসিন্দা আবুল হোসেন খান নামে এক ব্যক্তি। এ ঘটনায় ওইদিনই আবুল হোসেন খানকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি করছেন প্রধান শিক্ষক লাল চাঁদ।

অভিযুক্ত ব্যক্তিকে একাধিকবার ফোন করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মনিরুজ্জামান রিপন জানান, যেহেতু বিদ্যালয় চলাকালীন ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০