• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতাসহ আটক ২

১৪ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫:২২

ফরিদপুরে ডাকাত চক্রের মূল হোতাসহ আটক ২

ফরিদপুর প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে বেড়ানো একাধিক ডাকাতী ও খুনের মামলার ২ আসামিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটকরা হলেন বরগুনা জেলার মো. শাহ আলম আকন ওরফে কালু (৩৫) এবং মো. আবুল কালাম (৫০)।

১৩ নভেম্বর সোমবার ভাঙ্গা থানার মুনসুরবাদ এলাকার ঢাকা-খুলনা হাইওয়েতে দুপুর পৌনে ২ টার সময় তাদের আটক করা হয়। আটকের সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, প্রায় ৩০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ফরিদপুরে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ১২ নভেম্বর বিকাল পৌনে ৫ টার সময় ৬ জন ডাকাত ফরিদপুরের ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে শহিদুল নামে ১ যাত্রীকে তাদের মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে উঠায়। এরপর তার হাত, পা, চোখ বেঁধে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে। এসময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া ভুক্তভোগীর পরিবারের কাছে আরও ৪৩ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেই। পরে শহিদুলের পরিবারের কাছে আরও ৫ লক্ষ টাকা দাবি করলে তারা ফরিদপুরের ভাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে।

ভাঙ্গা থানা পুলিশ বিষয়টি জেনে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুনসুরবাদ এলাকার চেকপোষ্টে থামার জন্য সংকেদ দেয়। এসময় গাড়ি রেখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ২ ডাকাতকে আটক করে পুলিশ। গ্রেফতার আসামিরা দেশের বিভিন্ন জেলার হাইওয়েতে মাইক্রোবাস ও প্রাইভেট কারে যাত্রী সেজে লোকজনকে গাড়িতে তুলে নিয়ে ডাকাতি করতো। তাদের ভিতর খুন ও ডাকাতিসহ ২১ মামলা রয়েছে আটক হওয়া মো. শাহে আলমের নামে। অন্যদিকে মো. আবুল কালামের নামে রয়েছে ৮ মামলা।

পুলিশ এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার আসামীদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমের জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০