• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিঠামইনে ৭ কোটি টাকার রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

১৪ নভেম্বর ২০২৩ রাত ০৮:২৫:৩১

মিঠামইনে ৭ কোটি টাকার রাস্তার কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে ঘুর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লীসড়ক অবকাঠামো পুর্নবাসন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৩০ মিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। 

১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি বলেন, ২০১৩ সালে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিলো। পরবর্তীতে ঘূর্ণিঝড় ও বন্যার কারণে রাস্তাটি কোথাও ভেঙে গেছে, কোথাও পলি পড়ে মাটির নিচে চলে গেছে। এতে কাটখাল ও বৈরাটির বসবাসকারী মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিন পূর্বে আমি উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে পরিদর্শন করে এলজিইডিকে সুপারিশ করেছিলাম। এলজিইডি সেটা মেরামতের অনুমোদন দিয়েছে। আজ রাস্তাটি মেরামত কাজের উদ্বোধন করলাম। এই রাস্তাটি মেরামত সম্পন্ন হলে শিক্ষার্থীসহ ২ ইউনিয়নের হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হবে।

মিঠামইন উপজেলা প্রকৌশল অফিসসূত্রে জানা গেছে, এই রাস্তাটি মেরামতের জন্য ৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১ বছরের মধ্যেই মেরামতের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইব্রাহীম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫