মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা শহরের স্টেডিয়ামপাড়ায় এক বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে ৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনার সাথে জড়িত নাতিসহ চার যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ডিবির একটিদল জেলার গাংনী উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করে।
জেলা ডিবির ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তাররা হলেন বৃদ্ধার নাতি মোবাশ্বের হোসোন (১৭), গাংনী সিনেমা হলপাড়ার আবেদ আলীর ছেলে সাঈদ হোসেন (১৮), গাংনী উত্তরপাড়ার আসাদ আলীর ছেলে তামিম হোসেন (১৭) এবং উপজেলার চৌগাছা গ্রামের আলতাব হোসেনের ছেলে মনির হোসেন (২০)।
জানা গেছে, গত ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়ার বাসিন্দা আহসান আলীর স্ত্রী বৃদ্ধা জাহানারা খাতুন তার নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় চার জনের একদল ডাকাত মূল ফটক টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে জাহানারার গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ঘরের গচ্ছিত প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে সটকে পড়ে। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং জেলা ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, ডাকাতির ঘটনার পর ডিবি পুলিশের একাধিকদল মাঠে নামে। যে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে গাংনী উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available