স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরের সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করেন।
১৪ নভেম্বর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ৪তলা বিশিষ্ট ভবটি প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ বাস্তায়ন করেছে গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে সূর্যকান্ত জানকি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সূর্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমীর মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীমতি বিভা রানী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বালা।
এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমি দাতা নিরঞ্জন মন্ডল, অধ্যক্ষ সমীর শাখারী, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক সরকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রকিম বৈরাগী, রনজিৎ বালা, শিক্ষার্থী সুহীনা হালদার, ঐশ্বর্য মন্ডল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available