স্টাফ রিপোর্টার: বিএনপির-জামায়াতের ডাকা পঞ্চম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ফরিদপুরে কোনো প্রভাব দেখা দেয়নি। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। চলছে পরিবহনও।
১৫ নভেম্বর বুধবার সকাল থেকে অবরোধ পালনে মাঠে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এদিকে জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়। সতর্ক অবস্থায় রয়েছে জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে প্রতিদিনের মত অফিস-আদালতে ঠিকমত চলাচল করতে পারছে সাধারণ মানুষ। জেলা শহরের দোকানপাট, হোটেল ও রেস্তোরাঁ ছিল খোলা। শহরের ভিতরে সড়কগুলোতে ছিল প্রতিদিনের মতোই যানবাহনের চাপ।
ফরিদপুর শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available