স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্লোগান হবে, আমার ভোট আমি দেব, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেব। তিনি আরও বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ি নির্বাচন হবে, কোন দল বা বিশেষ কোন দেশের প্রেসক্রিশনে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
তিনি ১৫ নভেম্বর বুধবার বিকেলে মুকসুদপুর উপজেলা কেজি স্কুল মাঠে উপজেলা যুবলীগ আয়োজিত এক বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আরও বলেন, আমরা কোন দলের বা কোন দেশের রক্তচক্ষুকে ভয় পাইনা। আমরাও তাদেরকে ভয় দেখাতে পারি। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরেই আমরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়বো। সকল ভোটারকে ভোটকেন্দ্র এসে নিজ নিজ ভোট প্রদানের জন্য ক্যাম্পেইন করবো। আমরা গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন করেছি তাতে নৌকার জয় হবেই ইনশাল্লাহ ।
মুকসুদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ শাহরিয়ার বিপ্লবের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সদস্য কানতারা খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা যোবায়ের, সাধারণ সম্পাদক এমবি সাইফ মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হক শোভা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির হাসান টিটো, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দীন মিয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা লিয়ন মিয়া, রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্যা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিফাতুল আলম মুছা। যুব সমাবেশ শেষে যুবলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available