বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বদলগাছী উপজেলা আওয়ামী লীগ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল উপজেলা চত্বরে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে চৌ-রাস্তার মোড়ে এসে শেষ হয়।
এসময় আনন্দ মিছিলে অংশ নেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সদস্য মাহবুব আলম জামিল প্রমুখ।
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র উপজেলার বিভিন্ন পয়েন্ট সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available