সিদ্ধিরগঞ্জ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে আধাবেলা হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় শহরের আলি আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে থেকে বের হওয়া ওই মিছিলে বাধা দেয় পুলিশ। মিছিলকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক হাফিজুল ইসলাম।
আহতরা হলেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের জেলা সদস্য আবু নাঈম খান বিপ্লব, খোরশেদ আলম, জাসাল হোসেন, রাতুল আহম্মেদ, রুহুল আমিন সোহাগ, নুরুল ইসলাম, সরত মণ্ডল, সাইফুল ইসলাম, রেজাউল করিম, রোকন আহম্মেদসহ ২০ জন।
হাফিজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কিন্তু আমাদের মিছিলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দিপক চন্দ্র দাস জানান, জনগণের অসুবিধা হওয়াতে মিছিলে সামান্য লাঠিচার্জ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available