মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ২টি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত।
১৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন ৩ জন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন, আওলাদ হোসেন, একই গ্রামের তৈমদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ও মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডল।
আদালত ও মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারি দৌলতপুর উপজেলার উলাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশীদের আট বছরের মেয়ে বিথীকে শ্বাসরোধ করে হত্যা করে কফিল, আওলাদ ও দেলোয়ার। ঘটনার পরদিন বিথীর বাবা ওই তিনজনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।
এদিকে ২০০৮ সালের ১৭ জুলাই রাতে সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্বামী রনজিৎ কুমার মন্ডলের হাতে খুন হন স্বরস্বতী। রনজিৎ তার ফার্মের ধারালো অস্ত্র দিয়ে জখম করে স্বরস্বতীকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের মামা রনজিৎ ও তার ফার্মের কর্মী আতোয়ার হোসেনকে আসামি করে থানায় মামলা করেন।
আদালত ওই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে রনজিৎকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আতোয়ারকে খালাস দেন। পলাতক রনজিৎকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available