যশোর (দক্ষিণ) প্রতিনিধি: মাগুরায় স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে ডেকে নিয়ে ওমর ফারুক ওরফে সুমন (২৬) নামে এক যুবকে অপহরণ করা হয়। ঘটনার ৫ দিন পর ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার আলমখালী এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দুপুরে ওমর ফারুক বাসা থেকে কালো রঙের পালসার মোটরসাইকেলযোগে পাত্রী দেখার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরেরদিন সকালে অজ্ঞাত ব্যক্তির ফোন কলে ওমর ফারুকের পরিবার জানতে পারে, সে অপহরণের স্বীকার হয়েছে। পরে ১৬ নভেম্বর সকালে মাগুরা জেলার আমখালীর নির্জন বাগানে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
এলাকাবাসীর দাবি, অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করে পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচনসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় প্রশাসনের একাধিক সংস্থা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, যা বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে সেই সকল রাঘব বোয়ার ও আশ্রয়দাতাদের নাম।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেনাপোল পোর্ট থানার অপহরণ মামলার ভিকিটিম ওমর ফারুকের। মরদেহটি বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
অপহৃতের মরদেহ উদ্ধার হলেও এখনও এজাহার নামীয় আসামিরা গ্রেফতার হয়নি বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available