মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের পঞ্চম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ ও তফসিল ঘোষণার প্রতিবাদের প্রভাব নেই ঢাকা-সিলেট মহাসড়কে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকেই এই মহাসড়কে যান চালাচল স্বাভাবিক রয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী, শেখেরচর, পাঁচদোনা, সাহে প্রতাপ ও জেলখানার মোড় পর্যন্ত সড়কে আন্ত:পরিবহণ, ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির চলাচল স্বাভাবিক দেখা গেছে।
তবে খুব কম দেখা গেছে দূরপাল্লার যানবাহন। ব্যবসায়িক এলাকা হওয়ায় সড়কগুলো ঘুরে দেখা গেছে, যাত্রীদের চাপ অন্য দিনের মতোই স্বাভাবিক।
মাধবদী বাস স্টেশনের কয়েকজন যাত্রীর সাথে কথা বলে জানা যায়, তারা আতঙ্ক নিয়েই যানবাহনে চলাচল করছেন। জীবনের প্রয়োজনেই ঝুকি নিয়ে যে যার গন্তব্যে যাচ্ছেন।
ট্রাফিক পরিদর্শন তাসলিম মোল্লা বলেন, যানবাহনে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিনের মতো আজকেও স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছি। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available