লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে এক মিছিলে কর্মীর গালে স্থানীয় এমপির কষে থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। ১৫ নভেম্বর বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত ৮টার দিকে আনন্দ মিছিলে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী হঠাৎ চড় বসিয়ে দেন তার এক কর্মী বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফেরদৌস উল আলমের গালে। মুহুর্তেই এই চড় মারার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ভিডিওতে দেখা যায়, রাতে ১০/১২ জন কর্মী-সমর্থককে নিয়ে এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী আনন্দ মিছিল করেন। এ সময় তার সাথে থাকা কর্মী ফেরদৌস উল আলম কানের কাছে গিয়ে কী যেনো বলতে যায়। তখন উত্তেজিত হয়ে আকস্মিক গালে চড় বসিয়ে দেন তিনি। চড় খেয়ে আস্তে আস্তে মিছিল ছেড়ে চলে যান সাবেক ইউপি মেম্বার ফেরদৌস।
এ ব্যাপারে ফেরদৌস উল আলম বলেন, আনন্দ মিছিলের শেষের দিকে তিনি সংসদ সদস্যকে একটি খবর দিতে যাচ্ছিলেন, ঠিক তখন তিনি এমনটা করেছেন।
এ বিষয় জানতে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available