কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ায় ভুয়া প্রতিষ্ঠানের নামে চাকরির প্রলোভনে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রতারক চক্রের প্রধান শারমিন আক্তারকে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।
পরে চাকরিপ্রার্থীদের টাকা ফেরত দেয়ার অঙ্গীকারে প্রতারক শারমিন আক্তারকে বড়ঘোপ ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলামের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার মধ্য মেরংলেয়া এলাকার গোলাম সুলতানের কন্যা শারমিন আক্তার। কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীতে তার দাদার বাড়ি। সেই সুবাদে ওই এলাকার কয়েকজনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির নামে জনবল নিয়োগের কথা বলে দ্বীপের সহজ সরল বেকার যুবক-যুবতীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। তিনি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন এবং বেশি বেতনে নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে যথাক্রমে ৪, ৬, ৮ ও ১০ হাজার টাকা গ্রহণ করেন। এ প্রতারণা কাজে তাকে সহায়তা করেন স্থানীয় জনি, সাইফুলসহ আরও কয়েকজন।
প্রতারক শারমিন আক্তার বলেন, এক সময় তিনি চাকরি করতেন। চাকরি হারিয়ে যুব রেড ক্রিসেন্টের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের প্রেক্ষিতে কুতুবদিয়ার ২৪ জনের কাছ থেকে টাকা নিয়েছেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, চাকরিপ্রার্থীরা প্রতারক শারমিন আক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের কাছে তুলে দেয়া হয়েছে।
এদিকে প্রতারক শারমিন আক্তার ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available