• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী অ্যালেন শামীম গ্রেফতার

১৭ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৪২:৫৭

রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী অ্যালেন শামীম গ্রেফতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ১৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অ্যালেন শামীম রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, শামীম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। গত মঙ্গলবার র‍্যাব-৭ পারুয়া এলাকায় অস্ত্র এবং মাদক উদ্ধারে অভিযান চালায়, এসময় অ্যালেন শামীম পালিয়ে যায়। ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার চেষ্টা করে। চট্টগ্রাম শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অস্ত্র, মাদক ও মারামারির ঘটনার মোট ৬টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে অ্যালেন শামীমের আস্তানায় র‌্যাব হানা দিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ শামীমের ৩ সহযোগীকে গ্রেফতার করে। জব্দ করা হয় তার আস্তনা নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস।

অভিযানকালে অ্যালেন শামীম পালিয়ে যায়। এরপর রাতের আঁধারে স্থানীয় কয়েকজনের খড়ের গাদা পুড়িয়ে দেয় শামীম। ১৫ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাটচেক এলাকায় এসে স্থানীয় বশির আহমদের ছেলে আবু বক্কর সিদ্দিক দিদারসহ মোট ২জনকে বেধড়ক পিটিয়ে রক্তান্ত করে। এছাড়া ঐদিন রাতেই পারুয়া এলাকার আরও ৩জনকে বেধড়ক মারপিট করে। আহতরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫