বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বৈরী আবহাওয়া উপেক্ষা করেও শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে বরিশালের বাবুগঞ্জ মাস্টার মাইন্ড ট্যালেন্ড হান্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আফসানা আরিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত উপজেলায় প্রথম বারের মতো মাস্টার মাইন্ড ট্যালেন্ট হান্ট শিক্ষা বৃত্তি ২০২৩ পরীক্ষা ১৭ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার ১৫২টি স্কুলের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আফসানা আরিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিমের আহবানে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুল ইসলামেরর তত্ত্বাবধানে এবং বাবুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে অত্যন্ত সুশৃংখলভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফসানা জাহান মিম জানান, ভবিষ্যতে যাতে আরও বেশি শিক্ষার্থী বৃত্তিতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যেই কাজ করবে আফসানা আরিফ ফাউন্ডেশন ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available