• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে আগুনে পুড়ে তিন বসতবাড়ী ছাই

১৪ জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:১৩:৫৯

সীতাকুণ্ডে আগুনে পুড়ে তিন বসতবাড়ী ছাই

সীতাকুণ্ডে আগুনে পুড়ে তিন বসতবাড়ী ছাই

মোঃ রেজাউল হোসেন পলাশ, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে  কুমিরা এলাকায় মছজিদ্দা মোল্লপাড়ায় ১৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে মোঃ নাছির মোল্লার ২ টি ও ইয়াসমিনের ১টি মোট তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার সময় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘুমের মধ্যে আগুনের তাপ গায়ে লাগলে ঘুম ভেঙে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই অর্ধেক ঘর পুড়ে ছাই হয়ে যায়। তখন আর ঘরের মালামাল,  আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি। কোনভাবে  প্রাণ নিয়ে ঘর থেকে বাইরে আসার চেষ্টা করে। পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে নিয়ে আনা গেলেও ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাঁইটুকু। চোখের সামনে ছাই হয়ে গেছে অতি যত্নে সাজানো বসতি ।

ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে, শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই ঘটনায় আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫