• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আলু চাষীদের সাথে এফএও’র সংলাপ অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:১১:২২

আলু চাষীদের সাথে এফএও’র সংলাপ অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: উত্তরাঞ্চলের আলু চাষীদের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ঐ সংলাপ অনুষ্ঠিত হয়।

এফএওর কৃষকদের সংগঠন সারা বাংলা কৃষক সোসাইটির সমন্বয়ে অনুষ্ঠিত সংলাপে জানানো হয়, অন্যান্য বছরের মতো এবারও জাতিসংঘের খাদ্য ও ‍কৃষি সংস্থা (এফএও) এবং সারা বাংলা কৃষক সোসাইটির সমন্বয়ে আলুর মূল্য সংযোজন ধারার (ভ্যালু চেইন) উন্নয়নে অংশীজনের সাথে মৌসুম পূর্ববর্তী সংলাপ শুরু করেছে।

এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় নারগুনে ৪টি আলু উৎপাদনকারী দলের প্রায় ৪ শতাধিক আলু উৎপাদনকারি সংলাপে অংশগ্রহণ করেন। আলুর মূল্য সংযোজন ধারার মূখ্য অংশীজন বাংলাদেশ আলু রফতানিকারক সমিতির প্রতিনিধি, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও, উপ-পরিচালক, উদ্ভিদ সঙ্গনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রকল্প পরিচালক, আলু বীজ উৎপাদন প্রকল্প, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, সাধারণ সম্পাদক, সারা বাংলা কৃষক সোসাইটি  এবং এফএওর জ্যেষ্ঠ্য উপদেষ্টা সংলাপে বক্তব্য রাখেন।

বক্তারা কিভাবে ঠাকুরগাঁও এ রফতানী উপযোগী আলু উৎপাদন সম্প্রসারণ, বিদেশী ক্রেতা কর্তৃক নির্ধারিত জাত, গুণমান, উত্তম কৃষি চর্চার সম্প্রসারণ, ইত্যাদি বিষয় নিয়ে আলু উৎপাদনকারিদের সাথে দিনভর আলোচনা করেন।

সভায় আরও জানানো হয়, ঠাকুরগাঁও সদর উপজেলা বাংলোদেশের সর্ববৃহৎ আলু উৎপাদনকারি ক্লাষ্টার। কিন্তু তার পরেও এখানকার কৃষকরা এখনও দুই-তিনটি প্রচলিত জাতেই অভ্যস্থ। কিভারে আরও উন্নত জাতের আলুর উৎপাদন বাড়ানো সম্ভব সে বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে সংলাপে অংশগ্রহণকারি বক্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে কিভাবে উন্নত জাতের আলুসহ এই ৪টি আলু উৎপাদনকারি সমবায়কে বাণিজ্যিক ও রফতানিযোগ্য আলু চাষে উত্তম কৃষি চর্চা মেনে মানসম্পন্ন আলু চাষ করে জীবনমান উন্নয়ন করতে পারেন সে বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন।

এগ্রোনমী এক্সপোর্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক বেগম সালমা সংলাপে অংশগ্রহণকারি আলু উৎপাদনকারিদের উৎসাহ দিয়ে বলে, নারগুনের মানসম্পন্ন আলুর সবটুকুই আমরা রফতানী করতে আগ্রহী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫