নিজস্ব প্রতিনিধি: নওগাঁয় রাতের আঁধারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৮ নভেম্বর শনিবার রাতে ৯ টার পরে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদআলীর মোড়) এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম কামাল আহমেদ (৫২)। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।
নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশা উঠে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন অটোরিকশাটির পথ রোধ করে সামনে দাঁড়ায়। এরপর কামালকে অটোরিকশা থেকে নামিয়ে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন জানান, কামাল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরে শরীরে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available