• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২৩:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলবে ৪ জনকে কুপিয়ে ২ ভড়ি স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে ডাকাতরা

১৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:৫১:১২

মতলবে ৪ জনকে কুপিয়ে ২ ভড়ি স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে ডাকাতরা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৪ জনকে কুপিয়ে গুরতর আহত ২ ভড়ি স্বর্ণ নিয়ে গেছে। আহতরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর গ্রামে ১৮ নভেম্বর শনিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঠাকুরচর গ্রামের মৃত হাবিব উল্লাহ মিয়াজির ছেলে মহিউদ্দিন মিয়াজি (৪০) জানান, ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে বারান্দার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে তাকে এবং তার ভাই আলাউদ্দিন (৩৫), সালাউদ্দিন এবং তার মা খায়রুননেছা (৭০) কে রামদা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। পরে মহিউদ্দিন ও আলাউদ্দিনের স্ত্রীর পরনে থাকা স্বর্ণের দুইটি চেইন ও একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। যার ওজন আনুমানিক ওজন ২ ভরি এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

১৯ নভেম্বর রোববার সকালে ডাকতির খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পিবিআই ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, ডাকাতির ঘটনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, পিবিআই ও মতলব উত্তর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এছাড়াও মতলব উত্তর থানার একটি বিশেষ টিম কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের ধরে আইনের আওতায় আনতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩