টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আলোচিত ধর্ষণ মামলার বাদী এশার মৃত্যুর ঘটনায় সৌরভ পাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ নভেম্বর রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সৌরভ পাল শহরের থানা পাড়া এলাকার শ্যামল পালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, এশার মৃত্যুর ঘটনায় শনিবার রাতে তার বড় বোন লুনা মির্জা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণা দাবি করে এশার বড় ভাই জনি মির্জা ও সৌরভ পালকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় রোববার ভোর রাতে শহরের থানাপাড়া এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা নিজ বাসার ৩য় তলা থেকে এশা মির্জার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় এশা বাদি হয়ে গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় এশা ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ওই কিশোরী।
মামলা দায়েরের পর গোলাম কিবরিয়া উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালিন জামিন লাভ করেন। পরে নিম্ন আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ জুন টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে এশা পুত্র সন্তানের জন্ম দেন। পরে আদালতের নির্দেশে এশার গর্ভে জন্ম নেয়া শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে জন্ম নেওয়া ওই শিশুটির পিতা গোলাম কিবরিয়া নন। পরে আদালত গত ৯ অক্টোবর গোলাম কিবরিয়াকে ১১ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। পরে তিনি মুক্তি লাভ করেন। ধর্ষণের এই মামলাটি টাঙ্গাইলের পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available