স্টাফ রিপোর্টার: ফরিদপুরে কলেজ শিক্ষার্থী তুরাগ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা হলো- শহরের অম্বিকাপুর গ্রামের নুরুল ইসলামের ২ ছেলে কালা রাজন ও মো. সাজন এবং পশ্চিম ভাসানচর গ্রামের আব্দুস ছালাম শেখের ছেলে জুয়েল শেখ।
১৯ নভেম্বর রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং এ কথা জানান পুলিশ সুপার মো. শাহজাহান।
পুলিশ সুপার জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জেলা শহরে অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুরে একটি মেহগনি বাগানে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান তুরাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এসময় হত্যাকারীরা তার হাত কেটে নিয়ে যায় ও উল্লাস করে। এই ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে ৭ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আসামি জুয়েলকে রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে অপর আসামি ২ভাইকে রাত দেড়টার দিকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় অপর পলাতক আসামি শাহিনের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ২টি রামদা উদ্ধার করে পুলিশ।
মাদকের কারবার ও টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মামলার পলাতক আসামি তুষারের সাথে নিহত তুরাগের দীর্ঘ দিনের বিরোধ ছিলো। এছাড়া এবছর শুরুর দিকে তুরাগ মাদক ব্যবসার লেনদেন নিয়ে তুষারকে কুপিয়ে জখম করে। এরই প্রতিশোধ নিতে তুরাগকে হত্যার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনার কয়েকমাস পর কৌশলে ডেকে নিয়ে তুরাগ কে ঐ দিন হত্যা করে আসামিরা।
আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার সাথে জড়িত বলে স্বীকার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলমান বলেও জানান এই কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালাউদ্দিন আহমেদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available