• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

১৯ নভেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৯:৫৫

গাজীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী মোবারক হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট বোন রুমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দয়ের করেন।

১৮ নভেম্বর শনিবার সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত সিমা বেগম (৩৩) পাবনা জেলার ফরিদপুর থানা দেনুয়াঘাটা গ্রামের হারুন আর রসীদ মোল্লার মেয়ে।

নিহতের ছোট বোন রুমা জানান, সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের স্থানীয় আবু সাঈদের ছেলে মোবারকের সাথে ১ বছর আগে বিয়ে হয় সিমার। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে এবং নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে ছিলো। নগদ টাকা দাবিতে প্রায়ই সিমাকে মারধর করতো ঘাতক স্বামী মোবারক। ঘটনার দিন শনিবার সিমার উপর দিনভর দফায় দফায় অমানবিক নির্যাতন চালায় মোবারক। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে অজ্ঞান হয়ে যায় সিমা। পরে এক আত্মীয়ের সহায়তায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিমাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মোবারক ইতিপূর্বে ২টি বিয়ে করেছেন। তাদেরকে মারধোর করার কারনে তারা মোবারক কে ডিভোর্স দিয়ে চলে যায়। সীমা বেগমকে আনুমানিক ১ বছর আগে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। সীমা বেগমেরও এটা দ্বিতীয় বিয়ে। সিমার প্রথম ঘরে মিরাজুল ইসলাম (১৩) নামে একটি ছেলে সন্তান রয়েছে। সে তার মায়ের সাথেই থাকতো।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সিমা বেগম নামে এক গৃহবধূকে স্বামী পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক গ্রফতার করা হয়েছে এবং একটি হত্যা মামলা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫