• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভিক্ষুক পুনর্বাসন করা হচ্ছে রায়পুরায়

২০ নভেম্বর ২০২৩ সকাল ০৯:০৫:০৬

ভিক্ষুক পুনর্বাসন করা হচ্ছে রায়পুরায়

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্যে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় এ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা করার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে পণ্য ও উপকরণ বিতরণ করা হচ্ছে।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় রায়পুরা উপজেলার ৯১ জন ভিক্ষুক পাচ্ছেন দোকান, ভেনগাড়ী নৌকা ও ছাগল।  এ পর্যন্ত এ উপজেলায় ৯১ জন ভিক্ষুকের মধ্যে ২৪ জন ২টি করে ছাগল, একজনকে একটি দোকান, ২ জনকে একটি করে নৌকা এবং দুইজনকে একটি করে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও পুনর্বাসন করা হবে বলে জানা যায়।

এর ধারাবাহিকতায় ১৯ নভেম্বর রোববার বিকেলে ভিক্ষুকদের পণ্য ও উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসরা মো. খলিলুর রহমানসহ অনেকে।

এ বিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসার মো. খলিলুর রহমান বলেন, এ উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌর সভা থেকে চার শতাধিক আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে ৯১ জন ভিক্ষুকের নাম পুনর্বাসনের তালিকায় আনা হয়। তবে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০