• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৯:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পত্নীতলায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

২০ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪২:০৯

পত্নীতলায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ১৯ নভেম্বর রোববার বিকেলে উপজেলার দাসনগর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

২০ নভেম্বর সোমবার বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলো, উপজেলার দাসনগর দিঘীপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিন সরদার ছেলে মো. খায়রুল ইসলাম (৫০) ও মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ওয়াসিম আকরাম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রিয়ের নগদ ৯ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আসামীদের কাছে রক্ষিত প্লাস্টিকের বস্তা তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬১ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয়ের নগদ ৯০০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামী খায়রুল ও তার সহযোগী ওয়াসিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী খায়রুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ওয়াসিমের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫