মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হটাৎপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্বার্ণালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে। সশস্ত্র মুখোশধারী ডাকাত দলের মারপিটে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ২জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ নভেম্বর রোববার দিবাগত রাত ৩ টার দিকে এ গ্রামের মজুমদার ভিলায় ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তী জাহানারা বেগম জানান, বিল্ডিংয়ের পিছনের দিক দিয়ে মই বেয়ে ৭-৮ জনের ডাকাতদল ছাদে ওঠে। পরে তারা চিলে কোঠার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর আমার দেড় বছরের নাতনি সানজিদার গলায় রামদা ধরে সবাইকে জিম্মি করে। এ সময় আলমারির চাবি নিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার, ১২০০ সৌদি রিয়াল, নগদ ১৫ হাজার টাকা, টিভি ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় আমার ছেলে সোহেল প্রতিরোধের চেষ্টা করলে তাকে কুপিয়ে রাক্তাক্ত জখম করে ডাকাতদল। সেই সঙ্গে আমাকে এবং পরিবারের আরও ২ সদস্যকে মারধর করে। আমাদের ডাকচিৎকারে প্রতিবেশী ফারুক হোসেন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে ডাকাত দল। এসময় প্রতিবেশি আবুল কালামকে মারধর করে। পরে এলাকাবাসি এগিয়ে এলে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। আহতদের মধ্যে সোহেল ও ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পু
এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আমর ডাকাতির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available