• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু জোনের প্রীতিভোজের আয়োজন

২১ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:২২:২৬

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু জোনের প্রীতিভোজের আয়োজন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লংগদু জোন তেজস্বী বীর স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারিদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করেছে।

২১ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায়  লংগদু জোনে  স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারিদের উপস্থিতিতে এ আয়োজন করে লংগদু জোন।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর রিফাতুজ্জাকের, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এ কারণে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এ দিনে বঙ্গভবন, সামরিক বাহিনী সদর দফতর, ঢাকা সেনানিবাস এবং দেশের প্রতিটি সামরিক প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫