• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অবৈধভাবে ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা: ৩ জনের কারাদণ্ড

২১ নভেম্বর ২০২৩ রাত ০৮:০৫:২০

অবৈধভাবে ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা: ৩ জনের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে অবৈধ ডিস ব্যবসা করার অপরাধে ৩ ক্যাবল অপারেটরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার দিঘীরপাড়, বর্ধণপাড়া ও আগলা দক্ষিণ চৌকিঘাটা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

অবৈধভাবে ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা করে ডিস ব্যবসা করার বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম বলেন, দীর্ঘদিন ধরে এই ডিস ব্যবসায়ীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলো। সেজন্যই একজনকে ১৫ দিন, একজনকে ১০ দিন এবং অন্য আরেকজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই ডিস ব্যবসায়ীদের এ দণ্ডাদেশ দেয়ার পর ঐ টিভি ক্যাবল নেটওয়ার্কের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি রিসিভার খুলে দেয়া হয়েছে। সরকারকে রাজস্ব দিয়ে লাইসেন্স করে অনুমোদন পেলে পরবর্তীতে ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা করতে পারবে।

জানা গেছে, নবাবগঞ্জে শুধু এই ৩টি প্রতিষ্ঠান নয়, আরও একাধিক টিভি ক্যাবল নেটওয়ার্ক পরিচালনা করে এমন প্রতিষ্ঠানও রয়েছে। এদের সবধরনের প্রয়োজনীয় কাগজপত্র নেই। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন এসব প্রতিষ্ঠান। ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। এসব ডিস ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫